প্রথম বছরে Realme বেচল 150 লক্ষ স্মার্টফোন, আগামী বছরের টার্গেট 300 লক্ষ

গতকাল ভারতীয় বাজারে Realne X2 লঞ্চ করা হয়েছে। এই ফোনটি লঞ্চের পর রিয়েলমি ভারতের এমন স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয়েছে যার কাছে সবচেয়ে বেশি সংখ্যক 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন আছে। Realme অত‍্যন্ত কম সময়ের মধ্যে ভারতীয় স্মার্টফোন ইউজারদের মধ্যে জনপ্রিয়তা লাভের সঙ্গে সঙ্গে দেশের স্মার্টফোন মার্কেটের একটি বড় অংশ নিজের দখলে নিয়ে নিয়েছে। কোম্পানির ফ‍্যানদের সংখ্যা যেমন দ্রুত গতিতে বেড়ে চলেছে তেমনই বেড়ে চলেছে অন‍্যান‍্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা। নিজের নামে বিভিন্ন রেকর্ড গড়ার পর এবার কোম্পানি একটি অবাক করা তথ্য পেশ করেছে, যেখানে বলা হয়েছে কোম্পানি তাদের প্রথম বছরেই ভারতে 15 মিলিয়ন অর্থাৎ 150 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে।
এই তথ্য অন‍্য কেউ নয়, বরং কোম্পানির সিইও স্বয়ং মাধব শেঠ জানিয়েছেন। নিউজ এজেন্সি পিটিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী Realme ভারতে তাদের প্রথম বছরে 15,000,000 ইউনিট স্মার্টফোন সেল করেছে। 150 লক্ষের হিসাব দেওয়ার সময় মাধব শেঠ বলেন প্রথম বছরেই পাওয়া এত বড় সফলতাকে তারা আরও বড় করে তুলতে চান এবং আগামী বছর অর্থাৎ 2020 সালে তাদের লক্ষ‍্য এর দ্বিগুণ। গত বছর অর্থাৎ 2018 সালের মে মাসে Realme ভারতে তাদের স্মার্টফোন বেচা শুরু করে।
সবচেয়ে দ্রুত ব্র‍্যান্ড
Realme 2018 সালের মে মাসে তাদের ব‍্যবসা শুরু করার পর এক বছরের মধ্যে 15 মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে। এত বড় অঙ্কের হিসাব সামনে আসায় খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে Realme ভারতে সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলা কোম্পানিগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। বর্তমানে কোম্পানির লক্ষ‍্য দ্বিতীয় বছরে এই হিসাব দ্বিগুণ অর্থাৎ 30 মিলিয়ন পর্যন্ত নিয়ে যাওয়া। কিছু দিন আগে আইডিসির পক্ষ থেকে পেশ করা একটি রিপোর্টে বলা হয়েছে Realmeভারতীয় মোবাইল বাজারে 14.3 শতাংশ মার্কেট শেয়ারের দখল নিজের কাছে রেখেছে, যার ফলে এটি দেশের চতুর্থ সবচেয়ে বড় স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিণত হয়েছে।
Xiaomi – Samsung এর সঙ্গে প্রতিযোগিতা
Realme এর এত দ্রুত এগিয়ে চলায় সবচেয়ে বেশি পরিমাণে প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে Xiaomi ও Samsung কে। আইডিসির রিপোর্ট অনুযায়ী এই বছরের তৃতীয় তিনমাসে Xiaomi এর মার্কেট শেয়ার ছিল সবচেয়ে বেশি, 27.1 শতাংশ। এবং 18 9 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে Samsung দ্বিতীয় স্থানে রয়েছে। মাত্র এক বছরের মধ্যে Realme 14 শতাংশের‌ও বেশি অংশীদারি পাওয়ার ফলে শাওমির মুকুট ও স‍্যামসাঙের সাম্রাজ্য যেন নড়ে যেতে বসেছে। এই লিস্টে 15.2 শতাংশ শেয়ারের সঙ্গে Vivo তৃতীয় স্থানে আছে।
দীপাবলিতে বিক্রি হয়েছে 52 লক্ষ স্মার্টফোন
Realme গত উৎসবের মরশুমে চালু করা ফেস্টিভ্যাল সেলে মাত্র এক মাসের মধ্যে 5.2 মিলিয়ন অর্থাৎ 52 লক্ষ স্মার্টফোন ইউনিট বিক্রি করেছিল। কোম্পানির তথ্য অনুযায়ী 30 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত বিভিন্ন অনলাইন প্ল‍্যাটফর্ম ও রিটেইল স্টোরে আয়োজিত ফেস্টিভ্যাল সেলে Realme এর 5.2 মিলিয়নের‌ও বেশি সংখ্যক স্মার্টফোন বিক্রি হয়েছে। মাত্র এক মাসের মধ্যে 52 লক্ষের‌ও বেশি স্মার্টফোন বেচে কোম্পানি একটি নতুন রেকর্ড তৈরি করেছিল। গত বছরের তুলনায় এই বছর কোম্পানি 160 শতাংশ বেশি ব‍্যবসা করেছে।
বিশ্বের সপ্তম স্মার্টফোন ব্র‍্যান্ড
Realme সবদিক থেকে তাদের 808 শতাংশ অবাক করা বৃদ্ধি করায় বর্তমানে বিশ্বের সপ্তম সবচেয়ে বড় স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। অথচ গত বছর কোম্পানি গোটা বিশ্বে 47তম কোম্পানি ছিল। আবার এই বছর দ্বিতীয় তিনমাসের তুলনায় তৃতীয় তিনমাসে Realme সরাসরি 3 শতাংশ থেকে 18 শতাংশ বৃদ্ধি পেয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী Realme এই বছর গত বছরের তুলনায় 6 গুণ বেশি দ্রুত গতিতে তাদের ব‍্যবসা বাড়িয়েছে। প্রসঙ্গত এই বছরের তৃতীয় তিনমাসে Realme গ্লোবাল মার্কেটে 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি স্মার্টফোন শিপমেন্ট করেছিল।
খুব তাড়াতাড়ি আসতে চলেছে Realme এর অফলাইন সিরিজ
মাধব শেঠ আরও একটি বিষয়ে আলোকপাত করেছেন যে কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের অফলাইন এক্সক্লুসিভ স্মার্টফোন সিরিজ আনতে চলেছে। এই স্মার্টফোন সিরিজ শুধুমাত্র অফলাইন প্ল‍্যাটফর্মের জন্য লঞ্চ করা হবে এবং এই সিরিজে পেশ করা স্মার্টফোন শুধুমাত্র অফলাইন রিটেইল স্টোরে বেচা হবে। মাধব শেঠ বলেছেন নতুন বছর শুরু হ‌ওয়ার আগেই ডিসেম্বরের শেষের দিকে এই নতুন স্মার্টফোন সিরিজের নাম অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হবে। এই সিরিজে মিড রেঞ্জ বাজেটের প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন