লঞ্চ হল OPPO A91 এবং OPPO A8, কম দামের সঙ্গে পাওয়া যাবে অসাধারণ স্পেসিফিকেশন

বিগত বেশ কিছু দিন ধরে টেক কোম্পানি OPPO সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। একদিকে যেমন কোম্পানি গত সপ্তাহে OPPO Reno 3 এবং Reno 3 Pro অফিসিয়ালি লঞ্চ কলেছে তেমনই এবার কোম্পানি তাদের “এ” সিরিজের দুটি নতুন স্মার্টফোন A91 এবং A8 পেশ করে দিয়েছে। বেশ কিছু দিন ধরে বিভিন্ন লিক সামনে আসার পর এবার এই ফোনদুটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে। ওয়েবসাইটের লিস্টিং থেকে OPPO A91 এবং OPPO A8 এর লুক, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জানা গেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক “ওপ্পো এ” সিরিজের এই নতুন দুটি ফোন সম্পর্কে।
OPPO A91
কোম্পানির পক্ষ থেকে OPPO A91 ফোনটি ওয়াটারড্রপ নচসহ 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে 2400 × 1800 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। OPPO A91 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.1 সহ লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে।
চীনের মার্কেটে OPPO A91 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর এবং একটি ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে।
OPPO A91 এর ফ্রন্ট প‍্যানেলে অবস্থিত ওয়াটারড্রপ নচের মধ্যেই 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে OPPO A91 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 30 ওয়াট VOOC 4.0 র‍্যাপিড চার্জিং টেকনিকযুক্ত 4,025 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। চীনে OPPO A91 ফোনটি 1,999 ইউয়ান (প্রায় 20,300 টাকা) দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও রেড কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
OPPO A8
OPPO A8 ফোনটি কোম্পানির পক্ষ থেকে লো বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে যা 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ডিভাইসটিও অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.1 সহ লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। OPPO A8 ফোনটিতে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ফোটোগ্ৰাফির জন্য OPPO A8 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যার সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO A8 এ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,230 এম‌এএইচের ব‍্যাটারী আছে। চীনে OPPO A8 Azure Secret Night Black কালার ভেরিয়েন্টে 1,199 ইউয়ান (প্রায় 12,200 টাকা) দায়ে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন